মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :

সংগঠনের গতিশীলতা বাড়াতে চীনে বিএনপির সভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮ বার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনে নিজেদের ‘সংগঠনের গতিশীলতা বাড়াতে’ চায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার দেশটির শেনজেন শহরে মতবিনিময় সভার আয়োজন করেন তারা। মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ সাখাওয়াত।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের স্মরণে নীরবতা পালন করা হয়। দীর্ঘদিন পর দলের ব্যানারে অনুষ্ঠান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন- আসিফ হক রুপু, মাসুদ আহমেদ, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, হাসমত আলী মৃধা জেমস এবং মনোয়ার মোহাম্মদ বায়েজিদ।
হোসাইন মোহাম্মদ সাখাওয়াত বলেন, আওয়ামী স্বৈরাচার পতনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে একযোগে কাজ করি, দলের গতিশীলতা বাড়িয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলি। আমাদের জাতীয়তাবাদী আদর্শই আমাদের শক্তি এবং এই শক্তির জোরেই আমরা সফল হতে পারব।
আসিফ হক রুপু বলেন, ১৭ বছর ধরে চীনে আমাদের কোনো কমিটি নেই। একটি কমিটি গঠনের মাধ্যমে আমরা চীন বিএনপি শাখাকে আরও শক্তিশালী করতে চাই, যাতে বিএনপির আদর্শিক আন্দোলন প্রবাসে থেকেও আরও সুদৃঢ় হয়।
দলের প্রচার-প্রচারণার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন শেখ মাহবুবুর রশীদ। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে আমাদের কার্যক্রমকে আরও প্রসারিত করা যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories