স্কুল কলেজেতে শিখিয়েছে সাম্য
চাকরিতে ব্যবধান নয় সেটা কাম্য,
সকল ছাত্র যদি সমান সমান
তবে কেন কোটা দিয়ে হয় ব্যবধান।
মুক্তি-যোদ্ধাদের দেবো মোরা সম্মান,
তার মানে এই নয় মেনে নেবো ব্যবধান!
নই মোরা রাজাকার অধিকার চাচ্ছি,
বিনিময়ে রক্তে এই শরীর রাঙাচ্ছি।
শিক্ষা শিক্ষা মেধাতেই পরিচয়
রাজা প্রজা ব্যবধান আর নয় আর নয়,
কুলির ছেলে যদি হয় মহিয়ান
দিবো তারে সুবিধা সমান সমান।
Leave a Reply