শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

যেভাবে গৌরীর মন জয় করেছিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২ বার

বলিউডের জনপ্রিয় কাপল শাহরুখ খান ও গৌরী খান। ভালোবাসার জন্য শহর ছেড়ে আসা, আর তারপরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করা। শাহরুখের এই গল্প প্রত্যেকেই জানেন। কিন্তু কীভাবে গৌরীর মন জয় করেছিলেন কিং খান? এটা এটা হয়তো অনেকেই জানেন না।
সম্প্রতি সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠান। বিয়েতে হাজারও তারকাদের মধ্যে নুজর কেড়েছিলেন এই জুটিও।
ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম কাহিনি। দিল্লিতেই প্রথম আলাপ তাঁদের। পঞ্জাবি হলেও, দিল্লিতেই থাকতেন গৌরী। এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা এই জুটির।
প্রথম দেখেই গৌরীর প্রেমে পড়েন ‘বাদশা। ‘ পরবর্তীতে একে অপরকে ডেট করার সিদ্ধান্ত নেন তাঁরা। তারপর শাহরুখকে পাঁচ মিনিটের জন্য একটি ডেটে ডাকেন গৌরী। এই গল্পটিকেই রি-ক্রিয়েট করা হয়েছিল শাহরুখ ও কাজল অভিনীত দিলওয়ালে সিনেমাটিতে।
তারপর আরও তিনবার ডেটে জান এই জুটি। তারপরে গৌরীর ফোন নম্বর চেয়েছিলেন শাহরুখ। তবে, তখন ফোন ছিল না দু’জনের কাছেই। তাই বাড়ির ল্যান্ড লাইন নম্বরই দিয়েছিলেন গৌরী।
ল্যান্ড লাইন নম্বরে কথা বলতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল কিং খানকে। মেয়েদের গলার স্বর করে গৌরীর পরিবারের সঙ্গে কথা বলতেন তিনি।
শাহরুখের এইসব কাণ্ড দেখেই নাকি তাঁর প্রেমে পড়েন গৌরী। পরবর্তীতে পরিবারের সম্মতি নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories