উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বিভিন্ন স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদরের ও বিভিন্ন উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুরূপ ভাবে মহম্মদপুর সদরের বাজার রাধানগর রাধাগোবিন্দ্র মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রবিবার ৭ জুলাই উপজেলা সদরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।অনুরূপ ভাবে উপজেলা নহাটা শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা জগন্নাথ দেবের পূজা শেষে রথের দড়ি ধরে রথ টানতে দেখা যায়।এছাড়া আবির মাখা এবং মন্দির চত্বরে রথ যাত্রার মেলা বসে। মেলায় বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাটির তৈরি খেলনা ,পুতুল, বাঁশ বেতের তৈরি, চালন,কুলা,ডালা, মেলায় পাওয়া যায়।
এক সপ্তাহ পরে উল্টো রথের আয়োজন করবেন বিভিন্ন মন্দির কমিটি।
Leave a Reply