তোমার ওই কেশকালো বহুমুখী উড়ন্ত চুলগুলো
আমার অগোছালো শয়ন শয্যায় ছড়িয়ে দাও,
আমি তোমায় সর্বাঙ্গে রজনীগন্ধার পাপড়ী ছড়িয়ে
অন্ধকারাছন্ন হৃদয়কে আলোকিত করবো, কথা দিলাম।
তোমার সু-সজ্জিত দেহের আরাধ্য দেবতাকে জানিনে
ততাপি অনেকটা দুঃসাহস করে বলতে পারি
আমার হৃদয় গহ¦ীনে দীর্ঘকালের জমানো প্রেম,
অফুন্ত অক্ষত ভালোবাসা, সে হয়ত তোমার জন্য।
তোমার দুরন্ত দু-চোখের আক্ষরিক মায়াবীনী চাহনী
আর, সুঠাম দেহের অতৃপ্ত-ক্ষুধার্থ অঙ্গ-ভঙ্গিমায়
আমি সত্যি শিহরিত, পুলকিত আমার হৃদয়
ঠিক যেনো বশিকরণ মন্ত্রে দীক্ষিত এক আগন্তুক।
সকালের সূর্যোদয়লগ্নে-বাড়ির পূর্বাংশে পুকুর ঘাটে
ভোরের হীমেল হাওয়ায় তোমার অনাকাঙ্খিত উপস্থিতি,
জলের উপর সূর্য্যরশ্নির কিরণচ্ছটায় মিলেমিশে একাকার
এ যেনো ফুলবাগানে জলমলে এক পরীর পদচারণা বটে।
আমি সেই পরীর মনোমুগ্ধকর অসাধারণ পদচারনার
আজীবন দর্শক হতে চাই, ঘরে বা বাইরে হৃদয়াঙ্গমে।
দেবে কি আমায়, ওই কেশকালো উড়ন্ত চুলগুলোর
সুগন্ধ ছড়িয়ে, আক্ষরিক প্রেম-ভালোবাসার দাম ?
Leave a Reply