জীবনে বেশি তো কিছু চাইনি,
শুধু চেয়েছিলাম
এমন একজন অন্তত থাকুক
যার কাছে সমস্ত খুঁত সমেত
নিজেকে মেলে ধরা যায়,
যার কাছে কোনো ভনিতা নয়,
নয় কোন অধিকার থেকে
না কিছু জোর করে
নিজের গুরুত্ব বোঝানোর দায় থাকে –
অনন্ত এমন একজন
মানুষ থাকুক
যার কাছে এই আমিটা বড্ড দামি
শুধু ভালোবাসায় থাকে –
এই তো চাওয়া
অথচ একটা গোটা জীবনকে
বয়ে যেতে দেখলাম
চাতকের মত,
তবুও কয়েকফোঁটা বৃষ্টি এসে
ছুঁয়ে গেলো না আমায় –
একি কোনো অভিশাপ ?
যা জন্মান্তর ধরে
একইভাবে এই বিশ্ব মাঝে
অশ্বথামার মত একাকী বয়ে চলেছি!!
Leave a Reply