বিশ্ব মামবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ প্রাঙ্গনে ৯ জুন/২৪ রবিবার থেকে ১৫ জুন শনিবার পর্যন্ত ৭ দিন ব্যাপি ১১তম বার্ষিকী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, অষ্টকালীন লীলাকীর্ত্তন ও মহোৎসব শুরু হয়েছে।গতকাল রাত ১০ ঘটিকায় মন্দির প্রাঙ্গনে প্রভুপাদ শ্রী শ্রী জয়ন্ত গোস্বামীর শুভ অধিবাস কীর্ত্তনের মধ্যদিয়ে হরিনাম সংকীর্তনের শুভ সূচনা করা হয়।
জানা যায় কলি যুগে স্বার্থান্ধ মানব সমাজ অর্থ আর অন্ন চিন্তায় নিমগ্ন।মানব সমাজ পাপাচার ব্যাভিচারে লিপ্ত। কলিহত জীব আর অন্নগত প্রান।মানব সমাজ অর্থ আর সম্পদের চিন্তায় দিবানিশি খেটে মরছে। ধর্মকর্ম ত্যাগ করে অধর্ম করছে।ধর্মের ধ্বজাধারী ব্যক্তিগন যখন মানব সমাজকে বিপথগামী করছে,ঠিক তখনি কলি জীবকে উদ্ধারিতে শ্রী মান মহাপ্রভু শ্রীগৌর সুন্দরের আবির্ভাব হয়।শ্রী গৌর সুন্দর কলির জীবকে উদ্ধারিতে যে নাম গোলকে লুকাকায়িত ছিল সে তারকব্রহ্ম হরিনাম প্রচারে ব্রতী হলেন।সেই থেকে মধুরামৃত হরে কৃষ্ণ নাম সংকীর্তন সনাতন ধর্মাবলম্বীদের মাধ্যমে পালন হয়ে আসছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বিভিন্ন এলাকা থেকে ৫ টি কিত্তর্নিয়া দল এবং মন্দির কমিটির একটি দলের দিয়ে পরিচালনা করা হবে নাম কীর্ত্তন সংকীর্তন ( ১০ জুন থেকে ১৩ জুন) দল গুলি হচ্ছে বাসনা সম্প্রদায় (গোপালগঞ্জ), সোনার গৌরী সম্প্রদায় ( মাগুরা), গৌর সুন্দর সম্প্রদায় (খুলনা), কুলেশ্বরী সম্প্রদায় ( নেত্রকোনা), শিব ঠাকুর সম্প্রদায় (পাবনা), রাধা- গোবিন্দ সম্প্রদায় ( উত্তর খয়রাকুড়ি), ও ৩ টি কির্ত্তনিয়া দল দিয়ে পরিবেশন করা হবে অষ্টকালীন লীলা কীর্ত্তণ(১৪ জুন) দল গুলি হচ্ছে শ্রীমতি শতরুপা হালদার ( রাজশাহী), শ্রীমতি স্বপ্না সরকার (বগুড়া) কুমারী সুমিতা সরকার মিতালী ( নওগাঁ)। ১৫ জুন শনিবার কুন্জুভঙ্গ, নগরকীর্তন, দুপুর ১২ ঘটিকায় মহাপ্রভুর ভোগরাগ,ভোগআরতী,দধি মঙ্গল,মহন্ত বিদায়,মহাপ্রসাদ বিতরন। পুঁজা কমিটির সভাপতি বাবু অমলেন্দু সরকার, সম্পাদক স্বপন ধর, প্রতিটি আয়োজনে সনাতন ধর্মাবলম্বী সাধু- গুরু বৈষ্ণব ওহরি ভক্তগনের পদরেণু পাবার মানষে সকলের উপস্হিতি কামনা করেন
Leave a Reply