গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির আয়োজনে শনিবার সকাল ১১ টায় সংগঠনের নির্বাচনত্তর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দ্বী মোহাম্মদ নীল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত থেকে বক্ত্য রাখেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বিকম,আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. মনির আহম্মেদ,৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মো. দেলোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম, গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাে. আজাদ হোসেন, গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি হাজী আব্দুর রশিদ প্রমুখ। এছাড়াও নিবার্চন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, সংগঠনের শতাধিক ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক তথা সংগঠনের সদস্য, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রায় ১৮ বছর পর গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচনের প্রস্তুতি নেয়ায় সংগঠনের সাধারণ সদস্যগন আনন্দিত। মেসার্স স্বজন ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত
সংগঠনের সাধারণ সদস্যরা জানান,দীর্ঘ সময় পরে হলেও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন হতে যাচ্ছে, সত্যি এটা প্রশংসীয়। স্থানীয় যে সকল নেতৃবৃন্দ নির্বাচনের আয়োজন করছেন বা সহযোগীতা করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভায় নির্বাচন কমিশন ও পরিচালনা কমিটির নাম ঘোষনা, বকেয়া চাদা পরিশোধ পূর্বক সদস্য তালিকা প্রণয়ন, নির্বাচনী তপসিল ঘোষনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
শ্রম-মন্ত্রণালয় কর্তৃক মনিটরিং এর মাধ্যমে নির্বাচণ কমিশন বা পরিচালনা কমিটি অতিশীঘ্রই অবাধ সূষ্ট নিরপেক্ষ নিবাচনের মাধ্যমে একটি শক্তিশালী এবং গ্রহন যোগ্য কমিটি গঠন হবে বলে সকলেই মত প্রকাশ করেন। সভা শেষে সুশৃংখল ভাবে উপস্থিত সকল সন্মাণিত সদস্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
Leave a Reply