গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার রাতে টঙ্গীর সিলমুন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আব্দুল হামিদ লিটু মিয়ার প্লাস্টিকের কারখানায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
কারখানার মালিক আব্দুল হামিদ লিটু মিয়া বলেন, আমার কারখানাটিতে প্লাস্টিকের বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুনে কারখানার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply