সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ভোভচানস্ক শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫ বার

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর ভোভচানস্কে ঢুকে পড়ার দাবি করেছে রুশ বাহিনী। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে ৯ টি গ্রাম দখলের দাবি করছে তারা।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা শহরের উত্তর উপকণ্ঠ থেকে শত্রুকে পেছনে হটিয়ে দিয়েছে। বেশ কয়েকটি এলাকায় তারা কৌশলগত সাফল্য’ পেয়েছেন।
ভোভচানস্কে অবস্থান ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে ৭৪ কিলোমিটার দূরে। সেখানে সম্প্রতি কয়েকদিন ভারি বোমা হামলা হয়েছে। ভোভচানস্কে ঢুকে পড়লেও রুশ বাহিনীর খারকিভ দখলেরসম্ভাবনা এখনও নেই বলে মনে করা হচ্ছে। তবে রুশ সেনাদের সাফল্য এই এলাকায় বসবাসকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
ইউক্রেনীয় সেনারা বিবিসিকে জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতির কারণে রুশ সেনারা প্রথমদিকে হেঁটেই সীমান্তের ওই অঞ্চলে ঢুকে পড়তে পেরেছে। আশেপাশের এলাকার ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, মস্কো এখন সেখানকার বসতবাড়িতে গ্লাইড বোমা হামলা চালাচ্ছে।
রুশ সেনাদের এই অগ্রগতির ফলে খারকিভ রাশিয়ান আর্টিলারি-রেঞ্জের মধ্যে চলে আসলে কী হতে পারে তা নিয়ে ইউক্রেনীয় কমান্ডারদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories