সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

জাতীয় স্বার্থে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই-এ্যাড আজমত উল্লা খান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩৩ বার

১০মে, শুক্রবার, বিকেলে টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আইআরআই) হলরুমে ইউনাইটেড প্রেস ক্লাব বাংরাদেশ’র উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় সারাবিশ্বের গণমাধ্যম কর্মীদের বছরের ৩ মে এই একটি দিন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নবগঠিত সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়:’ বৈশ্বিক পরিবেশগত সংকটে সাংবাদিকতা’ উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লা খান।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্য প্রয়োজন, আমরা সংবাদকর্মীদের মাঝে মতানৈক, বিরোধ আর বিরোধীতার কারণে কোন সংগঠনে বা ক্লাবে তালা ঝুলানো দেখতে চাই না। সাংবাদিকদের সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন এবং ‘বৈশ্বিক পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিক সমাজ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা করি। জলবায়ু পরিবর্তনে মাননীয় প্রধান মন্ত্রীর পাশাপাশি সাংবাদিক সমাজ কাজ করছেন-করবেন। বর্তমান সরকার এবং দেশের উন্নয়ন ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে। এ সময় তিনি সংগঠনের উত্তর উত্তর উন্নতিসহ সকল সদস্যদের অভিনন্দন জানান।

এদিকে, বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের উক্ত সেমিনার উদ্বোধন করেন ‘এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও ‘দি এশিয়ান এজ’ সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান
তিনি বলেন ৮০ দশকের সাংবাদিকতা আর এখনকার সাংবাদিকতার মধ্যে বিশাল ব্যবধান, একজন সাংবাদিকের মধ্যে দেশপ্রেম জাগ্রত না হলে, দেশ এবং জাতিকে কিছু দিতে না পারলে সাংবাদিকতা পেশায় আসার দরকার নেই। এ পেশাটি দেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারে কিন্তু বর্তমান সময়ে এ শিল্পটি চলে গেছে কিছু স্বার্থানেষী মানুষের হাতে। তারা নিজেদের প্রয়োজনে এটা ব্যবহার করেন। ফলে দূর্বৃতায়নে ভরে গেছে দেশ। এ থেকে আমাদের বেরুতে হবে। এ সময় তিনি নবগঠিত ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ এর সকল সদস্য এবং নেতৃবৃন্দকে সততা নিষ্টা এবং একতার সাথে কাজ করার আহবান এবং সকলকে অভিনন্দন জানান।
উক্ত সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব কামরুজ্জামান ।

‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আহবায়ক একেএম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে এবং বিশিষ্ট কবি ছড়াকার টিমুনী খান রিনোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বেদু, ডাঃ জালাল আহমেদ, সৈয়দ হোসেন সৈকত, নাসির উদ্দিন বুলবুল, রাশিদুল হাসান বুলবুল।
‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব ওসমান আলী, এস এম মহসিন ইমাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ শহীদ, শহিদুল ইসলাম খান, অ্যাডভোকেট কামাল খান, কাজী মোহাম্মদ সেলিম, তারা নিউজের সাংবাদিক খোকা আমিন, লায়ন আখতারুজ্জামান, শাহজাহান শোভন, রেজাউল কবীর রাজীব, কিশোর ডি কষ্টা, আওলাদ হোসেন,সাইদুর রহমান, রবিন আহমেদ, কবি হোসনে আরা হীরা, পারুল খান প্রমুখ।

এছাড়া দেশের গণমাধ্যমের ব্যক্তিবর্গ জাতীয় পর্যায়ের সাংবাদিক ও টঙ্গী উত্তরার শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

One response to “জাতীয় স্বার্থে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই-এ্যাড আজমত উল্লা খান”

  1. কামরুজ্জামান। says:

    রিপোর্টিং এর মান ভালো তবে বিষদ হলে উত্তম হতো !! নিজ সংগঠনের পক্ষে রিপোর্ট আরো বহুমাত্রিক হবার ছিল বৈ কি !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories