আজ ১০মে, শুক্রবার, বিকেল ৪টায় শিল্প সম্পর্ক শিক্ষায়তন, টঙ্গী (আইআরআই) হলরুমে ইউনাইটেড প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় সারাবিশ্বের গণমাধ্যম কর্মীদের প্রতি বছরের ৩ মে এই দিনটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ঠিক তারই ধারাবাহিকতায় বিশ্বের গণমাধ্যম কর্মীরা পুরো মে মাসে জুড়েই গভীর তাৎপর্যের সহিত এই দিবসটি পালন করে থাকে।
১০মে নবগঠিত জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়:’ বৈশ্বিক পরিবেশগত সংকটে সাংবাদিকতা’ উপর এক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আহবায়ক একেএম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের উক্ত সেমিনারের উদ্বোধন করবেন এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও ‘দি এশিয়ান এজ’ ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান।
উক্ত সেমিনারের প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট সাংবাদিক আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব কামরুজ্জামান।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আমিনুল ইসলাম বেধু ডাঃ জালাল আহমেদ,সৈয়দ হোসেন সৈকত, কামাল হোসেন,নাসির উদ্দিন বুলবুল, রাশিদুল হাসান বুলবুল, আলহাজ্ব শাহ আলম প্রমুখ।ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের আয়োজনে উক্ত সেমিনারটি দেশের গণমাধ্যমের ব্যক্তিবর্গ জাতীয় পর্যায়ের সাংবাদিক ও টঙ্গী তথা উত্তরার গণমাধ্যম কর্মীদের যেমন এক মিলন মেলায় পরিণত হবে।
Leave a Reply