দুপুরে রৌদের মধ্যে,হেঁটে হেঁটে,
ঘুরে ফিরে,হলাম আমি ক্লান্ত।
হঠাৎ পাখিদের ডাক শুনে,
মন আমার হলো শান্ত।
চারদিকে তাকিয়ে দেখি,
রৌদের হলো অন্ত।
আকাশে কালো মেঘ জমেছে,
দেখা যাচ্ছেনা,এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।
মুহূর্তেই কর্মজীবনের ব্যস্ততা ভুলে,
মস্তিষ্ক হলো,সমস্ত চিন্তা রিক্ত।
ঝমঝম সুন্দর বৃষ্টি এলো,
গাছগুলো ভিজে হলো বৃষ্টিশিক্ত।
Leave a Reply