রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

শেরপুরে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার

শেরপুরে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সিমান্তবর্তী জেলা শেরপুরের (৮০) ভাগ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। তাই প্রতিনিয়ত কৃষি কাজ করেই চলে তাদের সংসার। এতে করে তারা ব্যস্ত সময় পার করেন কৃষিতে।
কৃষকেরা বলেন, এবার তিব্র খরার কারণে যদিও অনেকটা দেরিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে তবুও তুলনামূলক ভাবে আমন ফসলের ক্ষেত এখন আলহামদুলিল্লাহ। কৃষকেরা আরও বলেন, খরার কারণে অনেকেই সেচপাম্প চালিয়ে চারা রোপণ করেছে।
এতে করে কৃষকেরা অনেকটা বিপাকে পড়লেও শেষ পর্যায়ে আল্লাহর রহমতের বৃষ্টির পানিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়।
কৃষকেরা বলেন, এবার আমন ধানের চারায় রোগ বালাই অনেক কম।। তাই, অন্য মৌসুমের তুলনায় এবার আমন ফসলের ক্ষেত ভালো হবে বলে আশা করেন কৃষকেরা। অল্প খরচেই সোনার ফসল ঘরে তোলার আশা করছেন কৃষকেরা।
শেরপুরের কৃষি উপ পরিচালক মো হুমায়ুন আহমেদ ( খামার বাড়ী) বলেন, শেরপুরে জেলায় মোট (১৩৫৭০০) এক লক্ষ পয়ত্রিশ হাজার সাতশত হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় পানি সংকটের মুহূর্তে আমরা সেচ্ পাম্পের ব্যবস্থা করে দিয়েছি। কৃষকের যে কোনও সমস্যায় আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories