প্রকৃতির অপরুপ শ্যামল সৌন্দর্য উপভোগ করুন গাজীপরের প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায়। বিল বা হাওড়ের কথা উঠলেই চোখে ভেসে আসে সিলেট আর উত্তরাঞ্চলের কথা। টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, চলন বিল হাওর আরও কত নাম না জানা হাওর এর নাম। কিন্তু ঢাকার কাছেই রয়েছে সেৌন্দর্য মন্ডিতদৃশ্য। বিলটির নাম বেলাই বিল। একদিনের জন্য ঢাকার কাছে কোথাও বেড়াতে যাবার জন্য গাজীপুরের বেলাই বিল চমৎকার এক গন্তব্যে বা জায়গার নাম।
বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ঢাকার কাছে যেসব বিল আছে, তাদের মধ্যে বেলাই বিল রূপেগুনে অন্যদেরকে টেক্কা দেয়! কোনো কোনো স্থানে প্রায় সারা বছরই পানি থাকে এ বিলে। তবে বর্ষায় বেলাই বিলের রূপ দ্বিগুণ বেড়ে যায়। বিলটি ৮ বর্গমাইল এলাকায় বিস্তৃত। বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রামঘিরে রেখেছে এই বেলাই বিল।
গাজীপুর জেলার জয়দেবপুরের কানাইয়া এলাকায় বিলটি অবস্থিত। চেলাই নদের সঙ্গে মিলিত বেলাই বিল। খুব বেশি চওড়া নয় চেলাই নদ, তবে খুব গভীর। সেখানে গেলেই দেখতে পাবেন ছোট ছোট সব নান্দনিক ডিঙি নৌকা। সারাদিনের জন্য ভাড়া নিয়ে এসব নৌকায় সময় কাটাতে পারবেন আপনিও। বেলাই বিলের পানিতে সাদা, গোলাপি, নীল বিভিন্ন রঙের শাপলা ফুল ফুটে আছে। বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে সেখানকার শাপলা ফুলগুলো।
বেলাই বিলের চারপাশে দ্বীপের মতো গ্রাম। বামচিনি মৌজা বেলাই বিলের একটি গ্রাম। এক মৌজায় এক বাড়ি। উপর থেকে দেখলে মনে হবে ভাসমান ঘর-বাড়ি। চারপাশে থৈ-থৈ পানি। এর মাছেই দুই একটি বাড়ি। বেলাই বিলের মাটি লাল হওয়ায় সেখানে ভালো লাউ জন্মে। এ ছাড়াও সেখানে আছে সারি সারি তালগাছ। সঙ্গে পাবেন বিলের টাটকা মাছ।
বেলাই বিলের ইতিহাস সম্পর্কে জানা যায়, ৪০০ বছর আগে সেখানে কোন গ্রাম ছিল না। শুধু খরস্রোতা চেলাই নদ বহমান ছিল। এ কারণে বিলটিও খরস্রোতা হিসেবে বিরাজমান ছিল। ইতিহাস বলে, ভাওয়ালের ভূ-স্বামী ঘটেশ্বর ঘোষ ৮০টি খাল কেটে চেলাই নদ পানি শেষ করেন। তারপর এটি বিলে পরিণত হয়েছে।
বেলাই বিলের কানাইয়া বাজার সংলগ্ন সুন্দর একটি ব্রিজ আছে। চাইলে সেখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। কানাইয়া বাজারে কিছু ছোট-বড় দোকানে আছে। সেখান থেকেই হালকা খাবার কিনে খেতে পারবেন। চাইলে সঙ্গে খাবার নিয়ে যেতে পারেন।
কীভাবে যাবেন?
গুলিস্তান বা ঢাকার যেকোনো স্থান থেকে গাজিপুর শিববাড়ি বাসস্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে রিক্সা বা টেম্পুতে চড়ে যেতে হবে কানাইয়া বাজার। সেখানে পৌঁছেই দেখবেন, সারি সারি নৌকা বাঁধা আছে পাড়ে। দামাদামি করে উঠে পড়ুন নৌকায়। উপভোগ করুন বেলাই বিলের সৌন্দর্য।
Leave a Reply