ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ভেকুবাহী ট্রাকের চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৯ /মে সোমবার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট মহা সড়কের বীরগুছিনা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের পুত্র। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনা নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই চন্দন কুমার পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে অটোযোগে প্রতিদিনের মতো পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন নিহত মোস্তফা। ঘটনাস্থলে দাঁড়িয়ে অটোচালককে ভাড়া দিয়ে রাস্তা পার পারের সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাকে আঘাত করে,এতে তার মাথার অংশে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিষয়টি বুজতে পেরে ট্রাক চালক দ্রুত ঘটনা স্হল ত্যাগ করে, এবং কিছু দূর যেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়,পুলিশ ট্রাকটি আটক করে, ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সুমন রায় বলেন নিহতের আত্নীয় স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।
Leave a Reply