আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ৩ আসনের ক্ষমতাসিন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব, মো মোহসিনুল বারী রুমি গণসংযোগ করেছেন ঝিনাইগাতীতে।
৫ ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজারে দলীয় নেতাকমী ও জনসাধারণের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শফিকুল ইসলাম। পরে রাতে ঝিনাইগাতী উপজেলা সদরে উপজেলা যুবলীগ কার্যালয়ে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ নেতা রুকন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের ব্যক্তিগত কার্যালয়েে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন রুমি।
এ সময় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, শ্রী বিশ্বজিৎ রায়, বেলায়েত হোসেন প্রমুখ। শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল আলম রিপন, রানীশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুকন, রানীশিমুল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা রাশেদুল হক ববি, যুব লীগ নেতা নজরুল ইসলাম, জুয়েল রানা,ইউসুফ আলী, আনোয়ার হোসেন আনু, মিডিয়া কর্মী গোলাম মোস্তফা সহ রুমি সমর্থকরা । আওয়ামীলীগ নেতা রুমি বলেন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। বাংলাদেশ এখন আধুনিক দেশে রূপান্তরিত হচ্ছে বিশ্ব দরবারে।
Leave a Reply