মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের র্নিদেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৫ হাজার জরিমানা করা হয়েছে। করোনা প্রার্দুভাবের নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থ জরিমানা করা হয়। শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিষেধাজ্ঞা অমান্য করার ভিত্তিতে মৌলভীবাজার সদর সেন্ট্রাল রোড এলাকার ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজককে ১৫ হাজার টাকা,ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Leave a Reply