মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘিওর হাট থেকে কারেন্ট জাল আটক ও ৩ জেলেকে জরিমানা করা হয়েছে।
ঘিওর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান। অভিযানে আরো উপস্থিত ছিলেন ঘিওর থানার এসআই মামুন সহ অন্যান্য পুলিশ। এসময় তারা আনুমানিক ১ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করেন ।
এ সময় কারেন্ট জাল বিক্রি দায়ে ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের জেলে দারোগালি ও গোলাপ নগর গ্রামের জেলে মহিদুর ও রায়হানকে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচশত টাকা করে মোট ১৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই জাল ব্যবহার না করার প্রতিশ্রুতিতে জাল রেখে তাদের ছেড়ে দেয়া হয়। পরে আটক জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান বলেন, অবৈধ কারেন্টজালসহ মাছের বংশবিস্তারে ক্ষতিকর সব রকম জাল ব্যবহার থেকে বিরত থাকতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলে সম্প্রদায় এবং জনগণের বৃহত্তর স্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Leave a Reply