জেলায় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের খায়েরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহি বাস ভোলা চরফ্যাশন সড়কে এসে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে।ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। ঘাতক চালক ও দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে পুলিশ।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনন ফকির ৪ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply