শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার ॥ গানের শিক্ষক মানসুরা আক্তার জিতুকে গলা কেটে হত্যা কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকা ডুবে একজনের মৃত্যু পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ফুলপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেফতার গাইবান্ধা উপজেলা পরিষদ আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত শেরপুরে জেলা আইনজীবীর সাধারণ সভা অনুষ্ঠিত বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার গাইবান্ধায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৯ তম জন্মদিন পালিত টঙ্গীতে তমিজী হকের সম্মেলন স্থগিত: ফেসবুক স্ট্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু এবং মশাল মিছিল

ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নারী এমপিকে থাপ্পড় দিলেন আ.লীগ নেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪ বার

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ-সদস্য হোসনে আরাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়। আমন্ত্রণ না জানালেও এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা আলোচনায় অংশ নিতে উপস্থিত হন।
সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বলেন, সেখানে উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের আসনটি খালি দেখতে পাই এবং তার সম্মানে দাঁড়িয়ে থাকি। পরে তিনি সভাস্থলে আসলে আমি তাকে বসতে দিয়ে আমার আসনে বসি। পরে আমার বক্তব্যে সবিনয়ে জানতে চাই, যে কোনো সভা সমাবেশের বিষয়ে আমাকে কেন জানানো হয় না। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উদ্দেশে বলি, দলীয় কর্মসূচিতে আমাকে দাওয়াত দেওয়া হয় না কেন ? আমি কি দাওয়াত পাওয়ার যোগ্য নই ? এ কথা বলতেই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক বহিস্কৃত নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে গায়ে হাত তোলেন। এ সময় তিনি বলেন, তোকে দাওয়াত দিতে হবে কেন ? এক পর্যায়ে তিনি আমার হাতে থাপ্পড় মারেন।
হোসনে আরা বলেন, পরে আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ধর্ম প্রতিমন্ত্রী আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। অপমান সইতে না পেরে তিনি আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন এবং রাত ১০টায় তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি বলেন, ইচ্ছা থাকলে প্রতিমন্ত্রী বিষয়টি তাৎক্ষণিক সুরাহা করতে পারতেন। কিন্তু তিনি সেটি করেননি। বরং আমাকেই শাসিয়েছেন।
উপজেলা যুব লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি বাবু) বলেন, দলের সভাপতি ও প্রতিমন্ত্রীর সামনে একজন দলীয় নেতা হয়ে এমপির উপর হামলা করবে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। প্রতিমন্ত্রী ইচ্ছা করলে বিষয়টি ওই সময়ই সমাধান করতে পারতেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি উভয়কে শান্ত থাকার অনুরোধ করেছি। আনোয়ারুল ইসলামের সাথে মহিলা এমপির কোনো কথা কাটাকাটি হয়নি বরং এমপি তার নিকট জবাব চেয়েছেন। কেন তাকে দাওয়াত দেওয়া হয়নি। উত্তরে শ্রমবিষয়ক সম্পাদক বলেছেন এ বিষয়ে আপনি আমাকে বলেন কেন আমি তো দপ্তর সম্পাদক নই। এটা কি তার অপরাধ ?
উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, এটা শোকের মাস। এ মাসের সকল কর্মসূচি দলীয় ফেসবুক গ্র“প ও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সকল নেতাকর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, মহিলা এমপিকে কোনো ধরনের গালিগালাজ বা গায়ে হাত তোলার কোনো প্রশ্নই উঠে না। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ ব্যপারে ইসলামপুরস্থ জেলা পরিষদ ডাক বাংলায় অবস্থানরত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, এমপি হোসনে আরার অভিযোগটি সত্য নয়। কারণ আমি তাকে আমার পাশের চেয়ারে বসিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেছি। এছাড়া আনোয়ারুল ইসলাম এমপি হোসনে আরার সাথে কোনো রকম খারাপ আচরণ করেছেন বলে আমি দেখিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভিডিও ফুটেজ রয়েছে। এটা দেখলেই বিষয়টি খোলাসা হবে। তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এমপি হোসনে আরা সভা থেকে বের হয়ে বিভিন্ন ভাবে কুৎসা রটাচ্ছেন। এতে আওয়ামী লীগ ও তার নিজেরই ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যা কাম্য নয়।
এ বিষয়ে কথা বলতে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories