ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে শিবনগর ইউনিয়ন পরিষদের আদর্শ কলেজ পাড়া গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে তুমুল মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ আর এতে ১ জন নিহত হন। পুলিশ শফিকুল ইসলাম (৩৫) নামে ১ জনকে আটক করেছে। তিনি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া ঘাটপাড় গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ঘটে, কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের আঘাতে আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মিন্টু ইসলাম ও একই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ইমরান হোসেন (২৮), শাকিল ইসলাম (২৪), জামরুল ইসলাম আহত হন।
এলাকাবাসী ও স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিল ইসলাম ও মিন্টু ইসলাম এর অবস্থা আশ’ঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মিন্টু ইসলাম মৃত্যু বরণ করেন। এই ঘটনায় নিহত মিন্টু ইসলামের ভাই জামরুল ইসলাম শনিবার সকালে ১২ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply