ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। গতকাল শনিবার সকাল ৭টার সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারোবাজার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ্ উদ্দিন জানান, সকালে বাড়ী থেকে সবজি নিয়ে আলমসাধু যোগে অন্যদের সাথে উপজেলার বারোবাজার যাচ্ছিল খোসালপুর গ্রামের কৃষক লোকমান হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেনসহ আরও ৬ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
Leave a Reply