কুড়িগ্রামের চিলমারীতে লকডাউন উপেক্ষা করে জমজমাট পশুর হাট চলছে।হাটে উপচে পড়া মানুষের ভির থাকলেও সামাজিক দুরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পরার কোনো বালাই নেই। এতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও প্রশাসনের কোনো নজরদারী লক্ষ্য করা যায়নি।
সরেজমিন বুধবার দুপুরে জোড়গাছ বাজারে বসা পশুর হাট ও বিকেলে চিলমারী সরকারী কলেজ মাঠে বসা পশুর হাট ঘুরে দেখা গেছে, সেখানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া কেনাবেচা করতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় থাকলেও সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা এমনকি অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই।হাটে গরু বিক্রয় করতে আসা সাইদ হোসেন (৪০),জামাল উদ্দিন(৩৫),নুরুজামান(৩৯)সহ অনেক গরু বিক্রেতার মুখে মাস্ক না থাকলেও তারা বলেন,বিধি-নিষেধ থাকায় ক্রেতার সংখ্যা খুবই কম। তারা জনপ্রতি ২/৩টি করে গরু হাটে নিয়ে এসেছেন। গরু ক্রেতা থানাহাট মন্ডল পাড়া এলাকার মামুন অর রশিদ(৪৫), মাচাবান্দা এলাকার আবুল কালাম(৪৭) বলেন,হাটে প্রচুর গরু উঠলেও বিক্রেতারা চড়া দাম হাঁকছেন। হাটে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক না থাকায় ক্রেতারা সংক্রমনের ভয়েও হাটেও আসছে কম।
হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় ও সামাজিক দুরত্ব সর্ম্পকে জানতে চাওয়া হলে হাট ইজারাদার পক্ষ বিষয়টি এড়িয়ে যায়।তবে তারা বলেন,আমরা মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুবুর রহমান বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসাতে বলা হয়েছে।কোনো ইজারাদার যদি এর ব্যাতিক্রম ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply