শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার ॥ গানের শিক্ষক মানসুরা আক্তার জিতুকে গলা কেটে হত্যা কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকা ডুবে একজনের মৃত্যু পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ফুলপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেফতার গাইবান্ধা উপজেলা পরিষদ আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত শেরপুরে জেলা আইনজীবীর সাধারণ সভা অনুষ্ঠিত বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার গাইবান্ধায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৯ তম জন্মদিন পালিত টঙ্গীতে তমিজী হকের সম্মেলন স্থগিত: ফেসবুক স্ট্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু এবং মশাল মিছিল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাকশন থ্রিলার ‘বিফোর আই ডাই’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১০১ বার

আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলতে আসছে বাংলাদেশের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘বিফোর আই ডাই’। এসাসিন মানে গুপ্তহত্যার, শ্বাসরুদ্ধকর ঘটনবলী নিয়ে আবর্তিত আন্তর্জাতিক মানের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী চিত্রনির্মাতা মিনহাজ কিবরিয়া। এ ধরনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি।‘বিফোর আই ডাই’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন।

অ্যাকশন হিরোর দুর্দান্ত ইমেজে এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন আলোচ্য ছবিটিতে। হলিউড, বলিউড এর পর কলকাতার ছবিতে এর মধ্যে তাকে দেখা গেলেও প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য লোকেশনে ‘বিফোর আই ডাই’ ছবির শ্যুটিং সম্পন্ন হয়েছে। ছবিটির পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজ হয়েছে মুম্বাইয়ে।এ ছবির পুরো টেকনিক্যাল টিম বিভিন্ন দেশের দক্ষ কলাকুশলীর সমন্বয়ে গঠিত। তারা প্রত্যেকে সেরা কাজের প্রমাণ দিতে আপ্রাণ চেষ্টা করেছেন। সব মিলিয়ে ‘বিফোর আই ডাই’ ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দর্শকের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা করেন এ ছবির নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রী সবাই।‘বিফোর আই ডাই’ ছবিতে ব্রিটিশ বাংলাদেশি অভিনেতা ইফতি আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের সুন্দরী, গ্ল্যামারাস অভিনেত্রী-মডেল তারকা আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। খুব শিগগির বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি পাচ্ছে এ ছবিটি। গত ৬ নভেম্বর, শনিবার সন্ধ্যায় ঢাকায় প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘বিফোর আই ডাই’ ছবির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে ছবিটির প্রধান তারকা ইফতি আহমেদ, আফ্রি সেলিনাসহ অন্যান্য শিল্পী এবং পরিচালক মিনহাজ বিকরিয়া উপস্থিত ছিলেন।

অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী সব শ্রেণীর দর্শকদের মন ভরাবে, পুরো ছবিটি দর্শক একটানা এক বসায় দেখবেন, বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। এ ছবির শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে তারা জানান। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ ছবি ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে বলে আশা প্রকাশ করেন তারা সবাই। ‘বিফোর আই ডাই’ ছবির জন্য সবার সহযোগিতা কামনা করেন এ ছবির পুরো টিম।ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন : ওয়ারড্রব পার্টনার  : জে কে ফরেন ব্রান্ডস , ডিজিটাল পার্টনার : স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড ও মেকওভার পার্টনার : মারিয়াস্ ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories