ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ২১টি ভারতীয় মহিষ আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।
ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতী গ্রামের জবেদ আলীর ছেলে বাবুল মিয়ার বাড়ী থেকে মহিষগুলো আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত হালুয়াঘাট সীমান্তে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু ও মহিষ পাচার করে আসছে। এদের রয়েছে সীমান্ত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক। ভারত থেকে গরু ও মহিষ অবৈধ ভাবে প্রবেশ করানোর পূর্বে কৌশলে বিভিন্ন হাটবাজারের ইজারার কাগজ সংগ্রহ করে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে মহিষগুলো ভারত থেকে কুচপাড়া সীমান্ত এলাকা দিয়ে নিয়ে আসে চোরাকারবারিরা।
খবর পেয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন তবে সেখানে মহিষ গুলির কোন দাবিদার পাওয়া যায় নাই।এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। আটককৃত মহিষ গুলির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
অফিসার ইনচার্জ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে কুমারগাতী গ্রামের জবেদ আলীর ছেলে বাবুল মিয়ার বাড়ী থেকে ২১টি মহিষ জব্দ করা হয়। বর্তমানে মহিষগুলো থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply