হালুয়াঘাট সনাতন যুব সংঘের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়। ৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা সংগঠনের সভাপতি সঞ্জয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন হালুয়াঘাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা। তিনি বলেন, ভগবান যে উদ্দেশ্য নিয়ে ৫২৪৯ বৎসর পূর্বে এই ধরা ধামে উপনিত হয়ে ছিলেন তা ভগবান এবং তার ভক্তদের দিয়ে পালন করে থাকেন,তাই সবাইকে ভগবান যে উদ্দেশ্য নিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পাল করতে আসেন সবাইকে আগ্রহ ভরে তা পালন করে সমাজ ও রাষ্ট্রের কল্যান করার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দত্ত,সম্পাদক অশোক সরকার অপু, কাউন্সিলর মকবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি সমীর সরকার লিটন, কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমন,রেবেকা সুলতানা,ফাতেমা বেগম,মন্দির কমিটির সভাপতি অমলেন্দু সরকার,সম্পাদক স্বপন ধর,ব্যাবসায়ী সমিতির সম্পাদক সাজ্জাদ হোসেন,গীতা পরিষদের সভাপতি কমল আচায্য,সম্পাদক জয়ন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক মিত্রবর্ধন পাল,এস আই আতাউর রহমান,সনাতন যুব সংঘের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষ।পরে উত্তর খয়রাকুড়ি মন্দির থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আকন পাড়া রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।সেখানে ছোট ছোট শিশু যারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সম্পাদক অন্জন সরকার।
Leave a Reply