শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার ॥ গানের শিক্ষক মানসুরা আক্তার জিতুকে গলা কেটে হত্যা কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকা ডুবে একজনের মৃত্যু পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ফুলপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেফতার গাইবান্ধা উপজেলা পরিষদ আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত শেরপুরে জেলা আইনজীবীর সাধারণ সভা অনুষ্ঠিত বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার গাইবান্ধায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৯ তম জন্মদিন পালিত টঙ্গীতে তমিজী হকের সম্মেলন স্থগিত: ফেসবুক স্ট্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু এবং মশাল মিছিল

হক গ্রুপের মহাব্যবস্থাপককে আটকে রেখে নির্যাতন, মামলা না করার শর্তে কাগজে স্বাক্ষর গ্রহন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২ বার

গাজীপুরের টঙ্গীতে হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি কারখানার ভেতরে আটকে রেখে বহিরাগতদের দিয়ে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মুশফিকুর রহমানকে মারধর এবং মামনা না করার শর্তে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে একই কারখানার মানবসম্পদ কর্মকর্তা ঈশান খানের বিরুদ্ধে। টঙ্গীর হিমারদিঘি এলাকায় হক গ্রুপ ভেতরে গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুরতর আহত অবস্থায় মুশফিকুর রহমানকে তার স্ত্রী মলি রহমান উদ্ধার করে নিয়ে যাবার পর থেকে মুশফিকুর রহমান ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পরপরই এ সংক্রান্ত একটি ভিডিওসহ দুটি ছবি স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুশফিকুর রহমান ওই কারখানার মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। এ নিয়ে কারখানার মালিকপক্ষেও সঙ্গে মতবিরোধ চলছিল মহাব্যবস্থাপক মুশফিকুর রহমানের। বুধবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আদম তমিজি হক বিদেশ থাকার সুযোগে মানবসম্পদ কর্মকর্তা ঈশান খানের নির্দেশে মুশফিককে কারখানার ভেতরে আটকে রাখা হয় এবং বহিরাগত লোকজন দিয়ে বেদড়ক মারধর করার পর স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে মামলা না করার শর্তে মুফিকুর ও তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে বলে জানান শ্রমিকরা।

শ্রমিকরা আরো জানায়, কারখানার আধিপত্য নিয়ে ঈশানের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল মুশফিকুর রহমানের। স্যোশাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মুশফিকুর রহমান গুরতর আহত অবস্থায় একজনের কাঁধে ভর করে হাঁটছেন। ওই সময় টঙ্গী পূর্ব থানার এসআই মাহবুব হোসেন ও এসআই মিজানুর রহমানসহ কারখানার অন্যান্য কর্মকর্তা ও বহিরাগত লোকজন অফিসকক্ষে উপস্থিত ছিলেন। পরে এসআই মাহবুব তার হাতে থাকা ব্যাগ থেকে একটি সাদা কাগজ বের করেন। কাগজে কোনোকিছু না লিখেই তাতে মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান ও তার স্ত্রী মলি রহমানের স্বাক্ষর নেন। এরপর স্বাক্ষর করা কাগজটি ব্যাগে ভরে ঘটনাস্থল থেকে চলে যান এসআই মাহবুব।
সংবাদকর্মীদের হাতে আসা অপর একটি ভিডিওতে মুশফিকুর রহমানকে মুঠোফোনে বিদেশে অবস্থানরত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আদম তমিজি হকের সঙ্গে কথা বলতে দেখা যায়।
টঙ্গী পূর্ব থানার এসআই মাহবুব হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে আমাদের কাছে কোনো কিছু বলেনি।
সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, মুশফিকুর রহমানের কোনো অভিযোগ নেই মর্মে একটি আবেদন দিয়েছেন। তাতেই তিনি ও তার স্ত্রী স্বাক্ষর দিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, হক গ্রুপের কারখানার দুই ম্যানেজারের মধ্যে মারামারি হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তাদের অভ্যন্তরীণ হওয়ায় তারা মালিকের সঙ্গে আলোচনা করে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। আমরা এখনো এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ দিলে অবশ্যই আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories