গাজীপুর সিটি করপোরেশনে প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন আগামীকাল ১১ সেপ্টেম্বর -২০২৩ ইং সোমবার। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের আজ ছিলো শেষ কর্ম দিবস। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের সভাকক্ষে শেষ কর্মদিবস ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়রের আসাদুর রহমান কিরণ বলেন, আজকে আমি চলে যাচ্ছি। আমি আগামীকাল সোমবার ১২ টা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবো।আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মেয়র জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন, তার কখনো সহযোগিতা দরকার, আমরা তাকে সহেযাগিতা করবো।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে গাজীপুর সিটি করপোরেশনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুই বার দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন।এই জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের এই সিটিতে বেহাল অবস্থা ছিলো। সেই দশা থেকে আজ এটি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান। আমার কর্মকালীণ সময়ে জনগনের স্বার্থে আমাদের কাজগুলো, আমরা একটি প্রতিবেদন আকারে বইয়ে প্রকাশ করেছি। প্রতিবেদনে সমস্ত জিনিসগুলো উল্লেখ আছে।
এদিকে আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্বাগত জানানো হবে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র জায়েদা খাতুনকে।
জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর নির্বাচিত দুইজন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলরের সমন্বয়ে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছিলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।
প্রসঙ্গত: জায়েদা খাতুন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩য় মেয়র। ২০২৩ সালের মে মাসে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন। জায়েদার রাজনীতিতে প্রবেশ তার ছেলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পর থেকে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন- ২০২৩ সাধারণ ভোটারদের মধ্যে সহানুভূতি সৃষ্টি করেছিল। তার নির্বাচনী প্রচারণার মূল কথা ছিলো তার ছেলের মেয়র থাকাকালীন তার অ-সমাপ্ত উন্নয়ন কাজের পরিপূর্ণ রুপে প্রকাশ করা। চলতি বছরের মে মাসে গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে গাজীপুরের নগরমাতা হন। ৪৮০টি কেন্দ্রের ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) পান ২ লক্ষ ২২ হাজার ৭৩৭ ভোট ও জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) পান ২ লক্ষ ৩৮ হাজার ৯৩৪ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে এগিয়ে থেকে জায়েদা খাতুন বিজয়ী হন।এছাড়া, জায়েদা গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার স্বামী মিজানুর রহমান ২০১৮ সালে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গর্ভধারিনী মা।
Leave a Reply