গাজীপুরের শ্রীপুরে খোলাবাজার থেকে টিসিবি পণ্য উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ সেপ্টম্বর) বিকাল ৪টায় শ্রীপুরের বরমী বাজার এলাকা থেকে ২ লিটারের ১০টি সোয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম জানান, টিসিবি পণ্য বিক্রি করার সময় স্থানীয়রা শুভ নামে একজনকে আটক করার চেষ্টা করে। এসময় সে দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শুভ বরমী ইউনিয়নের সংরক্ষিত আসন -১ এর সদস্য মনোয়ারা ইয়াসমিনের ছোট ছেলে।
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, আমি শুনেছি মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) টিসিবি পণ্য দেয়ার সময় সরক্ষিত আসনের নারী ইউপি সদস্যর ছেলে শুভ ১০টি টিসিবি পণ্য গ্রহণ করেছে।
বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রতন মিয়া জানান, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। ওই সময় শুভ’র কাছে ১০টি পণ্য ছিলো। বরমী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার জসিম মিয়া জানান, আমি কাউকে অতিরিক্ত পণ্য দেই নাই।
অভিযুক্ত শুভ’র মা সরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা ইয়াসমিন জানান, আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
Leave a Reply