শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার ॥ গানের শিক্ষক মানসুরা আক্তার জিতুকে গলা কেটে হত্যা কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকা ডুবে একজনের মৃত্যু পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ফুলপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেফতার গাইবান্ধা উপজেলা পরিষদ আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত শেরপুরে জেলা আইনজীবীর সাধারণ সভা অনুষ্ঠিত বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার গাইবান্ধায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৯ তম জন্মদিন পালিত টঙ্গীতে তমিজী হকের সম্মেলন স্থগিত: ফেসবুক স্ট্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু এবং মশাল মিছিল

শেরপুরে দ্রব্য মূল্য লাগামহীন জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩ বার

প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে।এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। আয়ের তুলনায় ব্যয় হচ্ছে দ্বিগুণ হওয়ায় মাস শেষে হিসেব কষে যোগফল দেখা যায় শূন্য। এভাবেই হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দিনমজুর শ্রমিকরা।
দেখা যায়, সীমান্তবর্তী শেরপুর জেলা পাহাড়ি এলাকায় বিভিন্ন ধর্মের লোকজনের বসবাস। এখানকার প্রায় (৯০) ভাগ মানুষ কৃষি থেকে শুরু করে বিভিন্ন পেশায় কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করেন। যার সারাদিন এ-র বেতন ( মজুরি) ৪০০/৫০০ টাকা। এর উপরে নির্ভর করে তাদের পুরো সংসার। তাই জীবন বাঁচানোর তাগিদে থেমে নেই এদের জীবন যুদ্ধ।
দেখা যায়, প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম, এখানে বর্তমান বাজারের কিছু মূল্য তালিকা তুলে ধরা হলো যেমন, আলু (৫০) টাকা, পিঁয়াজ (৯০) টাকা, রসুন (২৬০) টাকা, কাঁচা মরিচ (১২০/১৫০) টাকা, যে কোনও সবজি (৬০/৮০) টাকা। জিরা (১০০০) কেজি টাকা। সয়াবিন (১৭০/১৯০) টাকা, মোটা চাল্ (৫৫/৬০) টাকা, আটা (৭০) টাকা, চিনি((১৫০) টাকা, মাছ প্রতি কেজি ১৯০/৪৫০ টাকা৷ ইলিশ (১২০০/১৫০০) টাকা। বয়লার মুরগী (২০০/২২০) টাকা। দেশি মুরগী (৩২০/৩৫০) টাকা গরু মাংস (৮০০) টাকা, খাশির মাংস (১০০০/১১০০) টাকা।
এতে করে নিম্ন আয়ের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এমন লাগামহীন নিত্য পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে, অনহারে দিন কাটাতে হবে শ্রমিক ও দিনমজুরিদের।
এমতাবস্থায় সর্ব স্তরের জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যেন নিয়মিত বাজার মনিটরিং এ-র মাধ্যমে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories