শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার ॥ গানের শিক্ষক মানসুরা আক্তার জিতুকে গলা কেটে হত্যা কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার নৌকা ডুবে একজনের মৃত্যু পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ফুলপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর গ্রেফতার গাইবান্ধা উপজেলা পরিষদ আয়োজনে পরিচালন ও উন্নয়ন প্রকল্প ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত শেরপুরে জেলা আইনজীবীর সাধারণ সভা অনুষ্ঠিত বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার গাইবান্ধায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ৬৯ তম জন্মদিন পালিত টঙ্গীতে তমিজী হকের সম্মেলন স্থগিত: ফেসবুক স্ট্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে ঝাড়ু এবং মশাল মিছিল

মিথ্যার মায়াজালে আবদ্ধ সমাজ সংসার ॥ তবুও সত্যের মৃত্যু নেই !!

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৪ বার

এক সময় যাঁরা পরিবার নিয়ে রাত কাটাতো টিউবলের (চাপকলের) পানি খেয়ে অথবা এ ঘর ও ঘর থেকে চাল ডাল ধার করে, আবার যাদের মধ্যে কেউ কেঊ হোটেলবয়, আবাসিক হোটেল দালাল বা কর্মচারী, ভাংগারী দোকানের টোকাই, উবার চালক, বাস হেলপার, পুলিশ সোর্স, মাদক ব্যবসায়ী, বায়িং হাউজের পিয়ন বা কর্মচারী,টেম্পু হেলপার, গার্মেন্ট শ্রমীক, বাস বা ট্রেনের হকার, ফুটপাত ব্যবসায়ী, এমনকি যাদের মধো এখনো অনেকে একটি মহান পেশার অন্তরালে স্থানীয় প্রশাসনের লোকজনের সাথে দহরম মহরম সম্পর্ক স্থাপন করে প্রশাসনিক গোপন তথ্য মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের দিয়ে প্রশাসনিক কাছে বাঁধা সৃষ্টি করছে এমন কি এসব নামধারী লোকগুলো মহান সেই পেশাটিকে নির্বিগ্নে কলুষিত করছে অথচ তারাই আজ চাঁদাবাজী, ধান্ধাবাজী আর দল বদলের মধ্যদিয়ে এবং রাতারাতি চামচামি করে পদ-পদবীতে শহর উপ-শহরে তেল মারা দলের মহারথী বা রাতের আধারে ভিন্নরুপী মহাকুমির । এরা সকালে একদল, দুপুরে আরেক, সন্ধ্যায় সাহেববাড়ি তার সাথে ভিন্ন রুপ । আর রাতের আধারে অপরাধী এবং মাদকবাড়ীসহ গভীর রাত অবধি খোদ থানা গেইটসহ ক্ষনে ক্ষনে মামা, খালা, ভাবী ভাইদের আস্তানায় তো আনাগোনা আছেই । আহারে পেশা ? এদের শিক্ষাদীক্ষা কর্মপহ্না যাচাই বাচাই না করেই সামান্য একটু স্বার্থের জন্য এই মহান পেশায় নিয়োজিত প্রথমসারীর হাতেগোনা দু-চারজনসহ স্থানীয় প্রশাসনের কতিপয় কর্তাব্যক্তিসহ সমীহ করে এই শহরের সিংহভাগ উপর তলার মানুষ। আসলে ওই উপর তলার সিংহভাগ মানুষগুলোসহ উপরোক্ত জ্ঞানসমৃদ্ধ ব্যক্তিদ্বয় যে মন থেকে তাদের ঘৃণা করে আর নিজেদের আখের ঘুছান এ খবর জানেই না ওই এলেবেলে পাস মূর্খ ছাগীর গন্ডমূর্খ সন্তানগুলো ? আসলে দেশের অধিকাংশ মানুষগুলো আজকাল এমন হয়ে গেছে যে, নিজের সামান্যতম স্বার্থ হাসিলের জন্য যে যত বেশী দূর্নীতি বা দূবৃত্তায়ণ করবে সমাজে তাদের কদর তত বেশী হবে ! আর আপনার অবস্থা তাদের চেয়ে একটু উপরে থাকলে তো কথাই নেই, ওই মানুষগুলো তাদের নিজ নিজ স্বার্থরক্ষার জন্য প্রয়োজনে রাতের আধারে –তেল মারতেও দ্বিধা করে না আপনাকে ! আর চামচামি তো কথাই নেই ! আবার স্বার্থ ফুরালে আপনার বুকে ছুরি মারতেও দ্বিধা করবেনা এক বিন্দু !! তাই ওই সব স্বার্থবাদী তেল মর্দনকারী চামচাদের চিহ্নিত করে তাদের কাছ থেকে দুরে থাকাই শ্রেয় ।
অত:পর আজ আর নয়, এমনিতেই আমার শত্রু মিত্র’র অভাব নেই ,তাই এবারের মত মুখটা বন্ধ রাখলাম, কথায় বলে বোবার শত্রু নেই, কিন্তু বোবা কথা বলতে শিখে গেলে মিত্র’র অভাব হয় না । কিন্তু আমার বেলায় সেই মহান পেশার মানুষগুলো একটু অভিন্নরুপের বটে, এ তল্লাটে ॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories