মায়ের পাশে থেকে -ছেলে জাহাঙ্গীর আলম এবার অঙ্গীকার করলেন একটি আধুনিক গাজীপুর গড়ার। আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে সাবেক সফল মেয়র আলহাজ্ব এড মোঃ জাহাঙ্গীর আলম এর গর্বিত-রত্নগর্ভা মা, গাজীপুর সিটির সর্বপ্রথম নগরমাতা, গাজীপুর এর প্রথম নারী মেয়র জায়েদা খাতুন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিটির উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় মা সন্তান মিলে এবং সর্বদা মায়ের পাশে থেকে গাজীপুর সিটি করপোরেশনকে পরিকল্পিত বাসযোগ্য আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো।
আমাদের শহর আমরা নিজেরা গড়বো। আমাকে লক্ষ লক্ষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, এবার আমার হয়ে আমার মাকে সিটির কাজ করতে মেয়র নির্বাচিত করেছেন। আমি ও আমার মা সিটির উন্নয়ন কাজ করে আপনাদের এ ঋণ শোধ করার চেষ্টা করবো।
আগামীকাল সোমবার ১১ টায় (১১ সেপ্টেম্বর) নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও ৭৬ জন কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগরবাসীদের দাওয়াত দিতে গিয়ে ফেসবুক এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। আগামীকাল ১১ সেপ্টম্বর সেমবার গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে তার মায়ের পক্ষে নগরবাসীর সবাইকে দাওয়াত দিয়ে উপস্থিত থাকার এ আহবান জানান তিনি।
উল্লেখ্য : গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিপুল ভােটে মেয়র নির্বাচিত হন। সিটির আগের পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের সাড়ে ৩ মাস পর আগামীকাল ১১ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র, কাউন্সিলরা আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন। এদিকে ১০ সেপ্টেম্বর সোমবার সিটির ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ সিটির আয় ব্যয়ের হিসাবসহ দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছেন।
Leave a Reply