ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেল চুরি মামলায় ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ ২ চোরকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আতাহারুল ইসলাম তালুকদারের তত্ত্বাবধায়নে ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় ও সহযোগিতায় ফুলপুর থানার এস আই মোফাখখির উদ্দিন সঙ্গীয় এএসআই মোঃ আলমগীর হোসেন ও কং সোহেল রানা সহ মামলাটি তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করিয়া ঘটনার সাথে জড়িত মনিরুল ইসলামকে গ্রেফতার করেন । মনিরুল ইসলামের দেওয়া তথ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত চুরির ঘটনায় পিছনে জড়িত বেশ কিছু চোরদের তথ্য প্রমাণ পাওয়া যায়। তদন্তকারী অফিসার বাদীকে সাথে নিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল ও চোরদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনাকালে তথ্য প্রমান ও প্রযুক্তি বিশ্লেষণ করে মো. আজাদ মিয়াকে নেত্রকোনা সদর থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা সদরের মেদনী (বড়ওয়ারী) গ্রামের নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন।
গাড়ীটির প্রকৃত চেসিস ও ইঞ্জিন নাম্বার পরিবর্তন করে উক্ত আসামী মোটর সাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন পূর্বক নতুন ইঞ্জিন ও চেসিস নম্বর দিয়ে নতুন স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড তৈরী করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply