গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার কাজীপাড়া এলাকা থেকে ৮কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নিলুফা বেগম (৩৫) ও মো. রুবেল (২৮)।
পূবাইল থানায় কর্মরত এসআই মো. হুমায়ুন কবির জানান, পূবাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ৪২নং ওয়ার্ডের কাজীপাড়া সাকিনস্থ এপিএস গোডাউন এর সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৮ কেজি গাঁজা এবং একজন নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply