পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য নাটোর জেলা পুলিশে কর্মরত হিসাব রক্ষক সুগন্ধা সরকার এবং কনস্টেবল মোঃ হুমায়ূন কবির বাংলাদেশ সরকার ঘোষিত “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” লাভ করে।
অদ্য ১৪/০৯/২০২৩ তারিখ রাজশাহী রেঞ্জ কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করেন জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতিতে কনস্টেবল মোঃ হুমায়ূন কবির বলেন, সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে যাতে আমার কর্তব্য সম্পাদন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই পুরস্কার আমাকে দেশ সেবায় আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে।
এসময় রেঞ্জ কার্যালয় ও রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।
Leave a Reply