গত শনিবার সন্ধ্যায় টঙ্গীতে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনায় সরকারিভাবে অনুদান পাচ্ছেন হতাহতরা। নিহতরা জনপ্রতি ২৫ হাজার টাকা ও আহতরা সাড়ে ৭ হাজার টাকা করে পাচ্ছেন। রবিবার গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের আদেশক্রমে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন।
গাজীপুর জেলার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিত হোসেন স্থানীয় সংবাদকর্মীদের জানান, যাচাই-বাছাই করে নিহত শ্রমিকদের ২৫ হাজার টাকা করে ও আহতদের প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ৩ শ্রমিক নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য : গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টঙ্গীর জিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের ওপর পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ৩জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। আহত ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহতরা ৩জন হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার বড়ইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল মিয়া (৩৫) ও নর্দদানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) এবং টঙ্গীর গোপালপুরের সবুজ মিয়া (৩৫)। গুরুতর আহত ৪জন হলেন টঙ্গীর গোপালপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মাহবুব (৭০), টঙ্গীর তিস্তারগেট এলাকার শাহজাহানের ছেলে মোশারফ (২৬), টঙ্গীর গোপালপুরের ফরিদের ছেলে জামাল (২৬), একই এলাকার জয়নালের ছেলে নয়ন মিয়া (২২)। গুরুতর আহত ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply