গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেজা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় কলেজগেট এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকারের নেতুত্বে তার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গী পুর্ব থানার সাবেক আহবায়ক ইসমাইল সিকদার বসুর সভাপতিত্ত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পুর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মহাদ আলেক, বিএনপি নেতা নূর মোহাম্মদ, জসিম উদ্দিন দেওয়ান, আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান প্রমুখ।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply