শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদসহ বিপুল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে রাংটিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত বিপুল শ্রীবরদী উপজেলার করুয়া গ্রামের মো: নিজাম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে, ১০/৯ / ২০২৩ ইং, রোজ( রবিবার ) রাত নয়টার দিকে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে ( নিষিদ্ধ ) ভারতীয় ১০ বোতল মদসহ তাকে হাতে – নাতে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে, ঝিনাইগাতী থানার ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তা ওসি মনিরুল আলম ভুঁইয়া বলেন, আটককৃত বিপুল এ-র নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং ১১/৯/( সোমবার ) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply