চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ১০ম জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালিন সময়ে অত্র নির্বাচনী এলাকা, গোমস্তাপুর- নাচোল – ভোলাহাট উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড ও সামাজিক কর্মকাণ্ডের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উন্মোচন করা হয়েছে।
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আওয়ামী অনলাইন এক্টিভিস্ট ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রহনপুর কলোনী মোড়স্থ গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভিডিও ডকুমেন্টারি উন্মোচন করা করা হয়েছে।
রহনপুর পৌর ছাত্রলীগ এর (সাবেক) সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আনজার হোসেন, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা একরামুল হক উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মিলন, উপজেলা রিকশা ভ্যান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।
উল্লেখ্য ভিডিও ডকুমেন্টারি উন্মোচন চলমান থাকবে গোমস্তাপুর-নাচোল- ভোলাহাটে।
Leave a Reply