কুমিল্লা বুড়িচং বাকশীমুল ইউপির হরিপুর এলাকায় পুলিশ দেখে ৫০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার সড়কে ফেলে পালিয়ে যায় গাড়ি চালক। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৫০ কেজি গাজাসহ গাড়িটি জব্দ করে পুলিশ। উপজেলার বাকশীমুলের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাজাসহ প্রাইভেট কারটি উদ্ধার করে থানা পুলিশ।
পলাতক মোঃ ফাইজুল ইসলাম (৪১) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা গ্রামের সিকদার বাড়ির সিকদারের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) মোঃ নূরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার চাউলের মিলের সামনে বাগড়া-কুমিল্লা গামী পাকা সড়কের উপর উপস্থিত হলে বাগড়ার দিক হতে আসা একটি প্রাইভেটকার আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালক মোঃ ফাইজুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার জানান, এঘটনায় পলাতক আসামি ফয়জুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply