কুমিল্লা সদর দক্ষিণের শ্রীভল্লবপুরে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে ৪০০০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
এসময় মাদক চোরাচালান কাজে ব্যাবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সোহাগ (৩২) জেলার চৌদ্গ্রাম উপজেলার কে কে নগর (কালিকৃষ্ণ নগর), মৃত সুলতান আহমেদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরীদর্শক (এসআই) নাসিম উল হক ইমরান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ফোরকান ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর সাকিনস্থ পদুয়ার বাজার বিশ্বরোডস্থ লাকসাম রোডের পূর্ব পাশে জাপান কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করা অবস্থায় একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল টমছমব্রীজ এর দিক হতে আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে চালক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ ঘটনাস্থলে মোটরসাইকেলটি থামায়। এসময় তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পাশের পকেট হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ২০ টি কালো রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেট, প্রতিটিতে ২০০ পিছ করে মোট ৪০০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি পুরাতন লাল রংয়ের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, এঘটনায় আটককৃত আসামি সোহাগের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply